মহিপুরে আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর আড়ত থেকে অস্ত্র, গুলিসহ আটক ২

পটুয়াখালী জেলার মহিপুর বন্দরের একটি মাছের আড়তে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান, ১টি রিভলভার, ১০ রাউন্ড গুলি, ২টি চাপাতিসহ ২জনকে আটক করেছে র্যাব-৮।
গত শনিবার ভোরে এই অভিযান চালিয়ে অস্ত্র, গুলি উদ্ধার করে র্যাব। মাছের আড়তটি মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মালেক আকনের বলে জানিয়েছেন স্থানীয়রা।
আটককৃতরা হলো ওই ইউনিয়নের সুধীরপুর গ্রামের মো. সোহাগ জোমাদ্দার (৩০) ও মো. ফারুক খন্দকার (৫০)।
গত শনিবার রাতে র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মহিপুর বন্দরের একটি মাছের আড়তের সামনে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অবস্থান করছে। খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে ২জনকে ধরে ফেলে তারা। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মালেক আকনের মাছের আড়ত থেকে দেশে তৈরি ২টি ওয়ান শুটারগান, বিদেশী তৈরী ১ট রিভলভার, ১০ রাউন্ড গুলি এবং ২টি চাপাতি উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. মোক্তার হোসেন বাদি হয়ে মহিপুর থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।