মা ইলিশ রক্ষা অভিযান কোস্ট গার্ডের এক সদস্য মেঘনা নদীতে নিখোঁজ

বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে যাওয়া কোস্টগার্ডের ট্রলারে হামলার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। হামলায় কোস্টগার্ডে এক সদস্য নদীতে পড়ে নিখোঁজন হন। সন্ধানে মেঘনা নদীতে তল্লাশী চলছে। তবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার ভোর ৫টার দিকে এই হামলায় কোস্টগার্ডের দুইজন সদস্য নদীতে পড়ে যায়। এদের একজন তীরে উঠতে পাড়লেও পারভেজ নামে কোস্টগার্ডের আরেক সদস্য নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া।
ঘটনাস্থান পরিদর্শনকারী হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, হিজলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান চলাকালে গতকাল ভোরে কোস্টগার্ডের উপর হামলা চালায় জেলেরা। এ সময় কোস্টগার্ডের ২ সদস্য ট্রলার থেকে নদীতে পড়ে যায়। এ সময় একজন সদস্য নৌযানে উঠতে পারলেও পারভেজ নামে এক সদস্য নিখোঁজ হয়। এ ঘটনার পর থেকে কোস্টগার্ড, পুলিশ ও ডুবুরী দল পারভেজের সন্ধানে মেঘনা নদীতে তল্লাশী অব্যাহত রেখেছে বলে তিনি জানান।
এদিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের ২টি দল নদীতে অভিযান পরিচালনা করছিলো। গতকাল মঙ্গলবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের ২টি অভিযানিক বোটের মধ্যে ধাক্কা লাগে। এ সময় কোস্টগার্ডের একজন সদস্য নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে ডুবুরী দল চেষ্টা চালাচ্ছে। ওই সদস্যের সন্ধান না পাওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানাতে রাজি হননি তিনি।
এর আগে গত ১১ অক্টোবর হিজলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের ট্রলারে হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা। এ ঘটনার জের ধরে ওই দিনই কোস্টগার্ড সদস্যরা গ্রামে ঢুকে নির্বিচারে লাঠিচার্জ করে।
এছাড়াও মেহেন্দিগঞ্জের ইউএনওর নেতৃত্বে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার পৃথক অভিযানে হামলা চালায় জেলেরা। ওই হামলায় ইউএনওর সঙ্গে থাকা এক আনসার সদস্যের একটি শর্টগান মেঘনা নদীতে পড়ে যায়।