মাগুরায় ১২২ পরিবহন শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর উপহার

মাগুরায় পরিবহন শ্রমিক ও বাস কাউন্টার মাস্টারসহ ১২২ জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকালে আছাদুজ্জামান স্টেডিয়ামে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় পরিবহন ও বাস কাউন্টার মাস্টারসহ পরিবহনের শ্রমিকরা উপস্থিত থেকে এ উপহার সামগ্রী গ্রহণ করেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাগুরা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর মো. আল ইমরান, সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম, মো. আসলাম সারোয়ার, কাজী রফিউস সরোয়ার. মো. আলাউদ্দিন কাদের।