মাঠে ফিরছেন মুশফিক

ইনজুরির কারণে ঘরোয়া প্রথম শ্রেণির আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুশফিক। গোড়ালির ইনজুরির কারণে খেলতে পারেননি ইমরুল কায়েসও। যে কারণে তাকেও রাখা যায়নি পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে।
অবশেষে ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন বাংলাদেশের নির্ভরযোগ্য এই দুই ব্যাটসম্যান।
একই চোট কাটিয়ে ইমরুল কায়েসও ফিরছেন মাঠে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন এই ব্যাটসম্যান।
দু’জনের চোট কাটিয়ে উঠার খবরটা মঙ্গলবার গণমাধ্যমে দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
তিনি বলেন, মুশফিক ও ইমরুল দুজনেরই হ্যামস্ট্রিং ও পায়ের পেশিতে চোট ছিল। কিছুদিন ওদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। মুশফিকের চোট গ্রেড-ওয়ান হওয়ায় শঙ্কা ছিল। মনে হচ্ছিল সুস্থ হতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লাগবে। কিন্তু সুখবর হলো পরীক্ষায় পাশ করেছেন তারা। দুজনই খেলার জন্য ফিট।
সুখবর আছে পেসার মোহাম্মদ সাইফউদ্দিনেরও। পুরো রানআপে বোলিং করতে শুরু করেছেন তিনি। তবে মাঠে ফিরতে সপ্তাহ খানেক সময় লাগবে তার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাকেও লক্ষ্য করেছেন সাইফ। তার আগে বিসিএলেও নিজেকে দেখে নিতে চান।