মাঠের বাইরে লড়াইয়ে পাকিস্তান-আফগান সমর্থকরা

মাঠের বাইরে লড়াইয়ে পাকিস্তান-আফগান সমর্থকরা
লিডসে পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ম্যাচ শুরুর ঘণ্টা খানিক আগে কার্নেগি প্যাভিলিয়ন স্ট্যান্ডের দুই দলের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। নির্ধারিত সময়ের আগেই তারা ঢুকে পড়েছিলেন। সেখানেই হাতাহাতি শুরু হয়। যা থামাতে নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ করতে হয় এবং কিছু সমর্থকদের তারা বের করে দেন। কিন্তু বাইরে গিয়ে ফের তারা সংঘর্ষে জড়ান। এ সময় কিছু সাংবাদিক সেই দৃশ্য ধারণ করতে গেলে তাদেরও লাঞ্ছিত হতে হয়েছে। অনেকেই এ সময় টিকিট ছাড়াই দেয়াল টপকে মাঠে ঢোকেন বলে অভিযোগ।