মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীতে প্রস্তুতি সভা

মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীতে প্রস্তুতি সভা

মহান শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং  ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারী রবিবার সকাল ১১.৩০ মিনিট সময় জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিতে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় মহান শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং  ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ বেল্লাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ হালিম, মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সাংস্কৃতিক সংগঠত বীর মুক্তিযোদ্ধা মানস দত্ত, জেলা কালচারাল অফিসার কাজী মোঃ কামরুজ্জামান প্রমুখ। 

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন বেসরকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী াতে নেয়া হয়েছে।