মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বরিশাল নগরীর মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র, লুঙ্গী, ও শাড়ি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সি এন্ড বি পুল এলাকায় সংগঠনের কার্যালয়ে এ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক শাহরিয়ার রিপন, পরিচালক শাহ নেওয়াজ খান শাওন, বরিশাল ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক মো. আবুল বাশার, মানবিক সংগঠন আহার এর সভাপতি আলামিন হাওলাদার, নিউ লাইফের স্টাফ সুজয় দাস, এ সময় দেড় শতাধিক ব্যক্তির মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।