মাদকের ছোবল থেকে যুবসমাজকে বাাঁচাতে হবে

মাদকের ছোবল থেকে যুবসমাজকে বাাঁচাতে হবে

দেশের ৪০ ভাগ তরুণ এবং যুবক। যাদের বয়স ১৩ থেকে ২৫ বছর। সম্ভাবনাময় এই বিশাল জনগোষ্ঠী আমাদের আগামীর বাংলাদেশের কা-ারী। তারা যখন দেশ নিয়ে ভাববে তখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ভয়াবহ মাদক। কম বয়সী শিশু এবং নারীদের মাদক ব্যবসার সঙ্গে যুক্ত করা হচ্ছে। নিজের অজান্তে কিশোর, তরুণরা মাদকের সঙ্গ যুক্ত হয়ে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকার কারণেও মাদকের বিস্তার বাড়ছে। এর সঙ্গে জনপ্রতিনিধি ও  প্রশাসনের অসাধু কিছু সদস্যর সহযোগিতার কারণে মাদক ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রাম-গঞ্জে।

গত কয়েক দিনে কেবল বরিশাল অঞ্চল থেকে কয়েক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এটা তো শুধু ইয়াবা বড়ির গল্প। এর বাইরে অনেক মাদকদ্রব্য আসছে যার খবর জানার বাইরে থেকে যাচ্ছে। অবৈধ পথে আমদানী হওয়া মাদকের ক্ষুদ্রতম অংশই উদ্ধার করা সম্ভব হচ্ছে। কেবল মিয়ানমার, ভারত থেকে যে পরিমাণ নেশা জাতীয় দ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে তার চিত্র ভয়াবহ।

নানা কৌশলে মিয়ানমার থেকে ইয়াবা বড়ি বাংলাদেশে আসছে। মিয়ানমার ও অন্যান্য দেশ এসব মরণ নেশা তৈরি করে আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছেন। তারা সম্ভাবনার বাংলাদেশকে ধ্বংস করার জন্যই এমন প্রচেষ্টায় রত। আর এই কাজে আমাদের দেশের কিছু অতি লোভী রাজনীতির মানুষ আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছে ভয়াবহ এই নেশা। যারা দেশ বিনির্মাণে কাজ করবে সেই সম্ভাবনাময় তরুণদের মাদক থেকে দূরে রাখতে হলে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। কেবল অভিযান নয়, মাদক নিয়ন্ত্রণে সামগ্রিকভাবে কাজ করতে হবে। এই কাজে আগে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দল ও ব্যক্তিদের। আমরা বিশ^াস করি কেবল রাজনৈতিক সদিচ্ছাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে।

আমরা চাই মাদক মুক্ত পরিবেশ গড়ে উঠুক। আমাদের বাতাস যেন মাদকে ভারী না হয়। আমাদের সন্তানরা যেন মাদক মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়। মাদক মুক্ত সমাজ গড়তে ঘোষণা নয়, পদক্ষেপ নিতেই হবে। এই কাজে সরকারের সঙ্গে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দা সংস্থার সদস্য এব সমাজের প্রতিটি নাগরিককে সহযোগী হয়ে কাজ করতে হবে। 

আমাদের রাজনীতি যেন আমাদের সেই দিকে নিয়ে যাবার জন্য উদ্যোগ নেয়। তাহলে কোন প্রশাসনই মাদক কেনা-বেচায় সহযোগিতা করতে সাহস দেখাবে না। আমাদের তরুণ ও যুবকরা মাদক মুক্ত পরিবেশে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারবে।