মাদকের সঙ্গে পুলিশ জড়িত হলেও তাকে ছাড় দেওয়া হচ্ছে না : শাহাবুদ্দিন খান

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, মাদকের সঙ্গে পুলিশ সদস্য জড়িত হলেও তাকে ছাড় দেওয়া হচ্ছে না। কেউ আইনের উর্ধ্বে নয়, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।
গতকাল সোমবার দুপুরে নগরীর কাউনিয়া থানায় অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাদকের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে পুলিশ কমিশনার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় সামনে রেখে অনবদ্য ভূমিকা পালন করেছে পুলিশ। প্রতিটা মুহূর্তে মানুষের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন সে পুলিশ সদস্য হলেও তাকে ছাড় দেওয়া হচ্ছে না।
পুলিশ কমিশনার আরও বলেন, আমরা মানবিক পুলিশ হওয়ার জন্য কাজ করছি। জনগণের প্রত্যাশা পূরণে কমিউনিটি এবং বিট পুলিশিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেবা দাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্কের সেতুবন্ধ করতে চাই। ভুক্তভোগী মানুষের সমস্যার সমাধান দেয়াই পুলিশের সাফল্য।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটনের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম।
সভায় কাউনিয়া থানার সহকারী কমিশনার মো. আব্দুল হালিম, সহকারী কমিশনার মাসুদ রানা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ছগির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।