মান্নার কারাগার থেকে মনোনয়ন দাখিল

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী বরিশাল মহানরগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির আহবায়ক রইজ আহম্মেদ মান্না। তবে মনোনয়ন দাখিলের সময় তিনি কারাগারে। আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর সমর্থকদের পিটিয়ে ও হত্যার হুমকি অভিযোগ কারাগারে রয়েছেন মান্না।
মঙ্গলবার (১৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
তিনি জানান, রইজ আহম্মেদ মান্না বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। ওই ওয়ার্ডে আরও ৭ জন প্রার্থী রয়েছেন। মঙ্গলবার মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিনে কারাগারে থাকা অবস্থাতেই তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এদিকে ১৫ মে বিকেলে বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল ফয়সাল তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন মান্নসহ মোট ১৩ জন আসামীকে। এর সকলেই মান্নার অনুসারী। পরে ১৬ মে বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিনের আবেদন করেন আইনজীবী বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডেভাকেট এ কে এম জাহাঙ্গীর। কিন্তু জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল ফয়সাল জামিনের আবেদন নামঞ্জুর করে দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক শিশির কুমার পাল। আগামী ২১ মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন আসামিদের জামিন ও মামলার তদন্তকারী কর্মকর্তার বিমান্ডের আবেদনের শুনানি হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, পরিবহন মালিক ও শ্রমিক নেতা, বরিশাল সিটি করপোরেশনের চাকরিজীবী। অ-ছাত্রত্ব এবং কমিটি ভেঙ্গে দেওয়ার ১৪ মাস পর বিতর্কিত ও বুড়োদের নিয়ে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো বরিশাল মহানগরে।এসব কারণেই কমিটি অনুমোদনের পর থেকে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি নিয়ে চলে আসছিলো আলোচনা-সমালোচনা ও তুমুল বিতর্ক। এসময় মো. রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক, মো. মইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিলকে যুগ্ন আহ্বায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ২৩ জুলাই অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
এবার গত (১৫ মে) রাতে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে বরিশাল মহানগর শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত করা হলো।