মারা গেলেন ডেইলি সানের সার্কুলেশন ম্যানেজার মনির

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রকাশনা ডেইলি সানের সার্কুলেশন ম্যানেজার মনির উদ্দিন ফিরোজ (৪৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার সকাল নয়টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
ডেইলি সানের শুরু থেকেই সার্কুলেশন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন মনির উদ্দিন ফিরোজ। দারুণ মিশুক, কর্মচঞ্চল, প্রাণবন্ত ছিলেন তিনি। করোনার সঙ্গে লড়েছেন দীর্ঘদিন।
গত ২২ আগস্ট তাকে ভর্তি করা হয় ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে। এর আগে দুইবার করোনা টেস্টে দুইবারই নেগেটিভ ফল আসে। ২২ তারিখ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে সহকর্মীরা নিয়ে ভর্তি করান হাসপাতালে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়।
ব্যক্তিজীবনে স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন মনির উদ্দিন ফিরোজ।
ভোরের আলো/ভিঅ/০৪/২০২০