মাশরাফীর আবেগঘন স্ট্যাটাস

মাশরাফীর কণ্ঠ যেন ছুঁয়েছে বিষাদের কালোমেঘে। শনিবার (০৭ মার্চ) রাতে মাশরাফী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন,
‘শেষ বেলায় ভুলে যেও অভিমান।
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।’
অধিনায়ক মাশরাফী বীর। মাথা উচুঁ করে, জার্সির কলার উপরে উঠিয়ে, শরীর নাড়িয়ে পেরিয়ে যান সবুজ গালিচা। কিন্তু সেই বীরের কণ্ঠে আবেগ ঘন এই কথা শুনে কষ্টের সাগরে ভেসেছেন ভক্তরাও। সেই স্ট্যাটাসটি মুহূর্তেই শেয়ারের পর শেয়ার হয়েছে। কমেন্টের পর কমেন্ট।
এক ভক্ত লিখেছেন, ‘মাশরাফি আবেগের নাম ভালোবাসার নাম।’
আরো একজন লিখেন, ‘কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয়।’
এরকম অসংখ্য কমেন্টে ভরে যাচ্ছে কমেন্ট বক্স।
শুক্রবার (০৬ মার্চ) নামের পাশে ৪৯ জয় নিয়ে মাঠে নামেন মাশরাফি। একটি জয় পেলেই ছুঁয়ে ফেলবেন পঞ্চাশের মাইলফলক। একে তো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের চ্যালেঞ্জ, আরেক দিকে নিজের মাইলফলক ছোঁয়ার পণ। মাশরাফী জিতেছেন। বাংলাদেশ জিতেছে আরেকটি হোয়াইটওয়াশ সিরিজ। দেশসেরা অধিনায়ককে এমন কিছুই উপহার দিতে চেয়েছিলেন সতীর্থরা। এভাবেই অধিনায়কত্ব থেকে বিদায় নেন সবার প্রিয় ম্যাশ।