মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

মাস্ক না পরায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে ১২ জন ক্রেতা-বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।
জানা যায়, উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম পৌরশহরের সড়ক বাজারসহ রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় মাস্ক না পরায় ১২ জনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ থানা পুলিশরে একটি দল উপস্থিত ছিল। আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, সরকারি দায়িত্ব প্রতিপালন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।