মিয়ানমারে আটকা পড়া ৪১ বাংলাদেশি আজ ফিরছেন

মিয়ানমারে বিভিন্ন সময়ে আটকা পড়া ৪১ বাংলাদেশি নাগরিককে আজ বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ তথ্য জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
বিজিবি জানিয়েছে, ফেরত আনা ৪১ বাংলাদেশি নাগরিক মিয়ানমারে বিভিন্ন সময়ে আটকা পড়েছিল। তারা দেশটির কারগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছে। তাদের ফেরত আনতে বুধবার সকালে মিয়ানমারের মংডুতে বিজিপি ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্টিত হবে।
শেখ খালিদ বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের আটকের ঘটনা ঘটেছে। এদের মধ্যে মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে মুক্তি দেয়া হয়েছে।
"বুধবার সকালে মিয়ানমারের মংডুতে এসব বাংলাদেশি নাগরিকদের ফেরত আনতে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্টিত হবে। বৈঠকে আলোচনার পর তাদের ফেরত আনা হবে।"
বিজিবির এ কর্মকর্তা বলেন, "ফেরত আনাদের সংখ্যা আরও ৫/৬ জন বাড়তে পারে। পতাকা বৈঠক শেষে এ তথ্যের স্বচ্ছ ধারণা দিতে পারবেন।"
বিকালের মধ্যেই টেকনাফের জেটিঘাট দিয়ে বাংলাদেশি ৪১ নাগরিককে ফেরত আনা হতে পারে বলে জানান শেখ খালিদ।
বিকালে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।