মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচি অভিযান

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচি অভিযান

নওগাঁয় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার, উপ-পরিচালক (স্থানীয় সরকার) গোলাম মোঃ শাহনেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম আর মাহিম প্রমূখ।