মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট না কমালে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি

মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট না কমালে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি

মুঠোফোন ও ইন্টারনেট সেবায় নতুন করে ভ্যাট কমানোর দাবিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন নেতারা এনবিআর অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ১০ শতাংশ এসডি ও ভ্যাট পুনর্বিবেচনার দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি আমিনুল হক বলেন, নতুন কর বৃদ্ধির ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ক্ষতিগ্রস্ত হবে এবং গ্রাহকদের অতিরিক্ত ভোগান্তি বাড়বে। তিনি জানান, যদি এই সিদ্ধান্ত বাতিল না হয়, তাহলে একটি বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক বলেন, নতুন কর আরোপের ফলে ছোট উদ্যোক্তারা বড় ক্ষতির সম্মুখীন হবেন এবং গ্রাহকদের ওপর বাড়তি বোঝা পড়বে। এতে সার্বিকভাবে ডিজিটাল পরিষেবা দুর্বল হবে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের বলেন, এই ধরনের হঠকারি সিদ্ধান্ত জনগণের জন্য অবিচার সৃষ্টি করবে এবং সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে বাধাগ্রস্ত করবে। দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।

ফাহিম মাশরুরসহ বিভিন্ন প্রযুক্তি শিল্পের উদ্যোক্তারা জানান, নতুন কর বৃদ্ধি এক ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত এবং এতে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ বিপন্ন হবে। তারা দ্রুত আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

মানববন্ধনে অংশ নেয়া নেতারা আরও বলেন, এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে, কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।