মেসি ও পিএসজির জন্য দুঃসংবাদ

মেসি ও পিএসজির জন্য দুঃসংবাদ

পিএসজিতে আসার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। হাঁটুর ইনজুরিতে পড়ে মেতজের বিপক্ষে মাঠে নামতে পারেননি এই জাদুকর। এবার মপেঁলিয়ের বিপক্ষেও ছিটকে গেলেন তিনি।

গণমাধ্যমে খবর, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন সদ্য দেশের হয়ে কোপা আমেরিকা জেতা এই ফুটবলার।

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। রোববার তার হাঁটুর আরেকটি পরীক্ষা হবে। সেই পরীক্ষার পর জানা যাবে তার সামগ্রিক অবস্থা।

গত রোববার পিএসজির হয়ে শেষ মাঠে নেমেছিলেন মেসি। ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল তার দল। মেসি কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের কারণে গোল পাননি। তবে দ্বিতীয়ার্ধে হাঁটু নিয়ে মেসিকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। পরে কোচ পচেত্তিনো তাকে উঠিয়ে নেন। হাঁটুর পর্যবেক্ষণের পর ৪৮ ঘণ্টা সময় নিয়েছিল পিএসজি। কিন্তু আশানুরূপ ফলাফল মেলেনি। এজন্য দুটি ম্যাচ মিস করছেন তিনি।

এদিকে পিএসজি লিগের শুরু থেকেই উড়ছে। ৭ ম্যাচে প্রতিটি জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। শনিবার রাত একটায় ঘরের মাঠে মপেঁলিয়ের মুখোমুখি হবে পিএসজি।