মেহেন্দিগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী কামাল উদ্দিন জয়ী

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান বিপুল ভোটে বিজয়ী।
৩০ জানুয়ারী (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিপুল উৎসাহ উদ্দিপনায় উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেণ ভোটাররা। প্রশাসনের ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়। এই নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেণ। আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান ১০১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত (হাতপাখা) মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন ২৪৪১ ভোট এবং বিএনপি মনোনীত (ধানের শীষ) মার্কার প্রার্থী জিয়াউদ্দিন সুজন পান ২৪২৮ ভোট।
এছাড়াও ১নং ওয়ার্ডে আব্দুল মোতালেব জাহাঙ্গীর, ২নং ওয়ার্ডে এসএম শাহজাহান সোহেল মোলা, ৩নং ওয়ার্ডে সোয়েব হোসেন সোহরাব, ৪নং ওয়ার্ডে মশিউর রহমান নাদিম, ৫নং ওয়ার্ডে সরদার সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডে সাইদুর রহমান মনির, ৭নং ওয়ার্ডে সাইফুল ইসলাম বেপারী, ৮নং ওয়ার্ডে নুরুল হক জমদ্দার, ৯নং ওয়ার্ডে মনির জমদ্দার ও ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মিতা রানী দাস, ৪, ৫, ৬নং ওয়ার্ডে রোকসানা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডে বিউটি বেগম বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে জানান নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী।