মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচন স্থগিত

মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচন স্থগিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুই ইউনিয়নের বিভক্তিরণ নিয়ে দ্বন্দ্বের উচ্চ আদালতে রীট আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে প্রেরণ করেছে নির্বাচন কিমিশন।

রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে।

গত শনিবার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার ওই দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রার্থী সমর্থক এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  পুলিশ সদস্যসহ ৩৫জন আহত হয়। পুলিশপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬৪ রাউ- গুলি ছোড়ে।

গতকাল নির্বাচন কমিশন থেকে দেওয়া নির্বাচন স্থগিতের ওই চিঠি থেকে জানা গেছে, ‘স্থানীয় সরকার বিভাগের নিয়োজিত আইনজীবীর সুস্পষ্ট আইনগত মতামত বিবেচনায় নিয়ে উলানিয়া ইউনিয়ন পরিষদের বিভক্তিকরণে বিষয়ে দায়েরকৃত মাননীয় হাইকোট বিভাগের রীট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

এদিকে নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দুই প্রার্থী সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে ওই মামলায় বেশ কয়েকজকনে গ্রেপ্তারও করা হয়েছে। এমন বাস্তবতায় গতকাল রোবাবার ওই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্ঘতি করে নির্বাচন কমিশন।

গতকাল শনিবার সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের আসামী করে পুলিশ বাদি হয়ে এই মামলা করেছে। 
গত শুক্রবার রাত ৯টার পর থেকে ঘনআটকালব্যাপী ওই সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৪ রাউ- গুলি ব্যবহার করেছে। ত্রিমুখি সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে।

শুক্রবার বিকালে আচরণবিধি ভঙ্গের দায়ে দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে তার সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে পুলিশ ও দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বিষয়টি তার সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে উত্তেজনাও দেখা দেয়। অপরদিকে এ বিষয়টি নিয়ে নৌকা মার্কার প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরীর সমর্থকরা উল্লাস প্রকাশ করে। তারে উল্লাসে স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের সমর্থকরা ক্ষুব্ধ হয়। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত ৯ টার পর দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। ঘন্টাকালব্যাপী সংঘর্ষে তারা পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালায়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এসময় বিবাদমান দুই পক্ষ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ত্রিপক্ষীয় এই সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ৩৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর ৩ পুলিশ সদস্যকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয়পক্ষের আহতদের মধ্যে ১০ জনকে রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে গদকাল শনিবার সকালে পুলিশ বাদী হয়ে উভয়পক্ষের অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি মামলা হয়েছে। 

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, পুলিশের ওপর হামলা ও পুলিশকে আহত করার ঘটনায় এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা আসাসীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
আগামী ১০ ডিসেম্বর মেহেন্দিগঞ্জের দক্ষিণ ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।