মেহেন্দিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ : ৪৬ রাউন্ড গুলি বর্ষণ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৪ রাউ- গুলি ব্যবহার করেছে। ত্রিমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯ টার পর উপজেলার দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই চেয়ারমান প্রার্থী সমর্থকরা। রাত ১০ পর্যন্ত এক ঘন্টার বেশি সময় ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বিষয়টি তার সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে উত্তেজনাও দেখা দেয়। অপরদিকে এ বিষয়টি নিয়ে নৌকা মার্কার প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরীর সমর্থকরা উল্লাস প্রকাশ করে। তারে উল্লাসে স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের সমর্থকরা ক্ষুব্ধ হয়। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত ৯ টার পর দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। ঘন্টাকালব্যাপী সংঘর্ষে তারা পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালায়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এসময় বিবাদমান দুই পক্ষ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ত্রিপক্ষীয় এই সংঘর্ষে দুই প্রার্থীর কমপক্ষে ২৫-২৭ জন সমর্থক আহত হন। পাশাপাশি ইটের আঘাতে ৬/৭ জন পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে তিনজনকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভবিষ্যতে আর যেন কোন সংঘর্ষ না হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।