মেয়রের বিরুদ্ধে ৭ কাউন্সিলরের লিগ্যাল নোটিশ: জবাব দিলো বিসিসি

বরিশাল সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে সরকারি আদেশ-নির্দেশ উপেক্ষা করে নগর ভবন পরিচালনা, কাউন্সিলরদের সম্মানি ভাতা কম দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে লিগ্যাল নোটিশ প্রেরনকারী সাত কাউন্সিলর কে জাবাব দিয়েছে সিটি করপোরেশন।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক মঙ্গলবার (১৮ জানুয়ারী) অ্যাডভোকেট জগদীশ চন্দ্র সরকারের মাধ্যমে নোটিশটির জবাব দেন।
বিসিসির সাত জন কাউন্সিলর রবিবার (২ জানুয়ারী) আইনজীবী আজাদ রহমানের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায়। যৌথভাবে আইন নোটিশ দিয়ে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চায় তারা।
তারই জবাবে মঙ্গলবার (১৮ জানুয়ারী) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক এক উকিল নোটিশে তাদের দেয়া অভিযোগের বিবরণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত বলে জবাবা দিয়ে লিখেছেন জনকল্যানে প্রতিনিয়ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলস কাজ করে আসছে। তারা কোন অনিয়ম বা দুর্নীতিতে লিপ্ত থাকেনা।
এছাড়া বর্নিত লিগ্যাল নোটিশের জবাবে সাত জন কাউন্সিলরের দেয়া অভিযোগের যথাযথ প্রমান ও সিটি মেয়র সহ করপোরেশনের ভাবমূর্তি ক্ষুন্ন করার উপযুক্ত প্রমান দিতে ব্যর্থ হলে আদালতের আশ্রয় নেওয়া হবে বলে জানানো হয়।
নোটিশ দেওয়া কাউন্সিলররা হলেন-নগরীর ২৬নং ওয়ার্ড কাউন্সিল হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমান (আনিছ শরীফ) ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার।