মোখা-উপদ্রুত এলাকায় গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

ঘূর্ণিঝড় মোখার আঘাত শুরু হতেই টেকনাফে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে।
এতে ঘূর্ণিঝড় এলাকা টেকনাফের হাজারো গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি নেটওয়ার্ক বন্ধ থাকায় গ্রামীণফোন সিম থেকে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
এদিকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের দায়িত্বে থাকা অনেকে গ্রামীণ সিম ব্যবহার করেন। তারা ঘূর্ণিঝড় ও আশ্রয়কেন্দ্রের আপডেট তথ্যগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আদান-প্রদান করতে পারছেন না। এ ছাড়া গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ে অনেক সংবাদকর্মী মোখার সংবাদ তাৎক্ষণিক প্রচার করতে পারছেন না। অনেকের কাছে বিকল্প অপারেটরের সিম না থাকায় ভোগান্তি একটু বেশি হচ্ছে।
শাহপরীর দ্বীপের বাসিন্দারা জানান, এ মুহূর্তে আমাদের পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হচ্ছে। কিন্তু গ্রামীণফোনের নেটওয়ার্ক বন্ধ থাকায় কোথাও যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে না। যত দ্রুত সম্ভব নেটওয়ার্ক সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।