মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার এ তথ্য জানায় কমলগঞ্জ থানা পুলিশ। নিহত দিপেন স্থানীয় ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়ায় একটি লাশ ভাসতে দেখেন তারা। শরীরে একাধিক আঘাতের চিহ্নও দেখতে পান তারা। তারা ধারণা করছেন, বুধবার রাতে কেউ তাকে হত্যা করেছে। পরে স্বজনরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন। এ সময় পুলিশকে খবর দিলে ৯টায় লাশটি উদ্ধার করেন তারা।

নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা বলেন, ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল কিনা তা জানা নেই। শেষ কৃত্যানুষ্ঠান শেষে মামলা করবেন তিনি।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দীপেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। হয়তো পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।