মৌসুমী প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জাতীয় শিশু মৌসুমী প্রদিযোগিতা ২০১৯ এর বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আলোচান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরের জিলা স্কুলে দিনব্যাপী বিভাগীয় প্রতিযোগিতা শেষে বিকেল চারটায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্ররষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীসহ বরিশালের ৬ জেলা থেকে আগত জেলা পর্যায়ে বিজয়ী এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। অতিথিরা শিশুদের মেধা বিকাশে সাংস্কৃতিক চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল।