ম্যানচেস্টার ইউনাইটেডের বিরল রেকর্ড

ম্যানচেস্টার ইউনাইটেডের বিরল রেকর্ড

প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের মাধ্যমে আরও একটি বিরল রেকর্ড করল রেড ডেভিলরা।

উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে জয় পাওয়া ম্যাচে দারুণ এক কীর্তি গড়লো রেড ডেভিলস শিবির। প্রিমিয়ার লিগে টানা সর্বোচ্চ ২৮টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এখন শুধু ওলে গানার শিষ্যদের।

এদিকে উলভারহ্যাম্পটনের মাঠে এদিনে না থেকেও ছিলেন ম্যানইউতে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ছবি ও ব্যানার নিয়ে মাঠে হাজির হোন ম্যানইউ সমর্থকরা।
এ ম্যাচে রেড ডেভিলদের হয়ে অভিষেক হয়েছে সদ্য মাদ্রিদ থেকে ওল্ড ট্রাফোর্ডে যোগ রাফায়েল ভারানের। যদিও ম্যাচে শুরু থেকে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। তবে ৩৮ মিনিটে পল পগবার গোল অফসাইডে বাতিল হলেও ৮০ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ম্যাসন গ্রিনউড। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এখন ম্যান ইউনাইটেড।