মৎস্য খাতে বিশেষ অবদানে স্বর্ণ পদক পেলেন বরিশাল

মৎস্য খাতে বিশেষ অবদানে স্বর্ণ পদক পেলেন বরিশাল

দেশের মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় স্বর্ণ পদক পেলেন বরিশালের জেলা ।

রবিবার ২৪ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন এবং জাতীয় মৎস্য পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্সের দলনেতা হিসাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক  কাছ থেকে জাতীয় মৎস্য পদক ২০২২ এর স্বর্ণপদক গ্রহণ করেছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

পুরস্কার গ্রহণকালে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন এবং বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব ড. মো ইয়াসমিন চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ২১ ব্যক্তি প্রতিষ্ঠানের মাঝে জাতীয় মৎস্য পদক ২০২২ প্রদান করেন।