যশোর-৬ আসনে নৌকার জয়ে সংসদ সদস্য শাহীন চাকলাদার

যশোর-৬ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শাহীন চাকলাদার।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার পদত্যাগী চেয়ারম্যান শাহীন চাকলাদার প্রথমবারের মতো কোনো সংসদীয় আসনে লড়লেন।
কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, নির্বাচনে শাহীন চাকলাদার এক লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকধারী হাবিবুর রহমান পেয়েছেন এক হাজার ৬৭৮ ভোট।
নির্বাচন থেকে গেলো সপ্তাহে সরে দাঁড়ানো বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদের ধানের শীষ প্রতীকে পড়েছে দুই হাজার ১২ ভোট।
তবে এই সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়ে নির্বাচন অফিসার বজলুর রশিদ বলেন, এখন ক্রসচেক করা হচ্ছে। কেশবপুরে মোট ভোটার দুই লাখ তিন হাজার ১৮ জন। এবার মোট ভোট কেন্দ্র ছিল ৭৯টি।