যুক্তরাষ্ট্রের আমিরাতের কাছে ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি অনুমোদন

আরব আমিরাতের কাছে ৫০টি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানসহ ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।
কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা আমাদের দ্বিপক্ষীয় গভীর সম্পর্কের স্বীকৃতি এবং ইরানের হুমকি প্রতিরোধ এবং আত্মরক্ষার জন্য আমিরাতের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।’
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের এই প্যাকেজে রয়েছে ৫০টি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান, ১৮টি এমকিউ-৯বি ড্রোন এবং আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।
ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ‘চুক্তির অংশ’ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে এসব অস্ত্র পাচ্ছে।
গত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে তিনটি আরব দেশ। ইহুদি রাষ্ট্রটির সঙ্গে প্রথমে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। বাকি দেশ দুটি হলো বাহরাইন ও সুদান।