যুদ্ধ থেমে গেলেই দ্রব্যমূল্য কমে আসবে

দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাংলাদেশের হাত নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, দেশে আমদানিকৃত দ্রব্যের দাম বেড়েছে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেলেই দ্রব্যমূল্য কমে আসবে। আজ বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত উদ্যমী নারী এসএমই মেলার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাজনৈতিক চটকদারি স্লোগানে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ড. শামসুল আলম বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও করোনার আগে প্রতি ব্যারেল পেট্রোলের দাম ছিল ৪৩ ডলার। সেখানে বর্তমানে আমাদের তা কিনতে হচ্ছে ১২০ ডলার দিয়ে। যদি সরকার ৪৩ ডলারেই তা দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে প্রচুর টাকা ভর্তুকি দিতে হয়। সরকার তাও দিতে পারতো কিন্তু করোনার ভ্যাকসিন কিনতে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার কোটি টাকার মতো ভ্যাকসিনের জন্য ভর্তুকি দিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়তো যুদ্ধ থেমে যাওয়ার পর দুই-এক মাস থাকবে তারপরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এখন বেশি প্রয়োজন শিশু ডে-কেয়ার সেন্টার তৈরি করা। কারণ বেশিরভাগ পরিবারে এখন পিতা-মাতা উভয়ে চাকরি করেন। হস্তশিল্প নিয়ে এগিয়ে আসতে পারেন। এর জন্য আপনারা ব্যাংকগুলো থেকে বিশেষ ঋণ পেতে পারেন। পর্যটন ক্ষেত্রে এগিয়ে আসা এবং এই বিষয়ে পড়াশুনা করার জন্য উৎসাহ দেয়া দরকার। প্রথমেই শিল্পখাতে যাওয়া ঝুঁকি আছে। তাই ছোট ছোট কাজগুলোতে এগিয়ে আসতে পারেন। আন্তর্জাতিকভাবে কোন দেশের নারীরা কতটা ক্ষমতায়িত। সেক্ষেত্রে বাংলাদেশে ১৬৩ দেশের মধ্যে ৫০তম দেশ। আমাদের পিছনে ভারত। পাকিস্তান আরো পিছনে। এই সূচকটা আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হয়েছে।
সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তারের সভাপতিত্বে ও সদস্য কবিতা সাহার সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক মিজান মালিক, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, শিল্পচূড়া সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি মাহবুবুর রহমান সেলিম।