যুবলীগ চেয়ারম্যান পরশের বরিশাল সফরে প্রস্তুতি সভা

যুবলীগ চেয়ারম্যান পরশের বরিশাল সফরে প্রস্তুতি সভা

 

পটুয়াখালী ও বরগুনা যুবলীগের সম্মেলনে যোগ দিবে বরিশাল সফরে আসছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তার সফরকে কেন্দ্র করে বরিশালে প্রস্তুতি সভা করেছে মহানগর যুবলীগের নেতা কর্মিরা।

নগরীর ২৪নং ওয়ার্ডে মহানগর যুবলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন সহ নেতা কর্মিরা।

২৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা আনিস শরীফের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ নেতা কর্মি সহ সামাজিক ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন জানায়, পটুয়াখালী ও বরগুনা যুবলীগের সম্মেলনে যোগ দিবে বরিশাল সফরে আসছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি আজ সোমবার সকাল ৮টায় বরিশাল বিমানবন্দরে এসে পৌছাবেন। সড়ক পথে পটুয়াখালী যাবার পথে নগরীর রুপাতলীতে তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হবে। তাই মহানগরের নেতা কর্মিদের সংগঠিত করতে প্রস্তুতি সভা করা হয়েছে।