রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্মঘট প্রত্যাহার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্মঘট প্রত্যাহার

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে কর্মচারীর সাথে বাকবিতন্ডার জের ধরে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রংপুর সদর আসনের সাংসদ রাহগীর আল মাহি সাদ এরশাদের সমঝোতায় ধর্মঘট থেকে সরে আসেন ইন্টার্ন চিকিৎসকরা।

এ ব্যাপারে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সানাউল হুদা রিয়াদ বলেন, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা প্রায়ই আমাদের সাথে খারাপ আচরণ করে। তাদের হুমকি ধামকির প্রতিবাদ জানাতে আমরা কর্মবিরতিতে ছিলাম। বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও তাদের আশ্বাসের ভিত্তিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি মশিয়ার রহমান জানান, ইন্টার্নদের অভিযোগ ভুল। সামান্য উচ্চবাচ্য করা নিয়ে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনায় বসে তা মিটিয়ে ফেলা হয়েছে।

এ দিকে রমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রোস্তম আলী বলেন, ইন্টার্ন চিকিৎসকরা আমাদের না জানিয়ে ধর্মঘট শুরু করেছিল। বিকেলে কর্মচারী ইউনিয়ন ও ইন্টার্ন  চিকিৎসকদের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির আশ্বাস ও ফলপ্রসূ আলোচনায় ইন্টার্নরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কার্ডিওলোজি বিভাগে এক রোগীর ছাড়পত্র নিয়ে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের কথা কাটাকাটি হয়। এরই জেরে ধর্মঘটের ডাক দেন ক্ষুদ্ধ ইন্টার্নরা।