রাঙ্গামাটিতে ২ জনকে গুলি করে হত্যা

রাঙ্গামাটিতে ২ জনকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় ২ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার রাত ৩টায় ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা (৩২)। 

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তনচংগ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু ঘটে। 

ওসি আরও জানান, নিহতরা আঞ্চলিক দল জেএসএসের সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এই হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

এদিকে বুধবার সকালে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এবং থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


ভোরের আলো/ভিঅ/১১/২০২০