রাজধানী নার্সিং কলেজ ও ম্যাটসের শিরাবরণ, নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

রাজধানী নার্সিং কলেজ ও ম্যাটস্-এর আয়োজনে শিরাবরণ, নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহীন।
সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী নগরের বাংলা বাজার এলাকায় রাজধানী নার্সিং কলেজের সামনে বর্ণাঢ্য ওই অনুষ্ঠানের আয়োজন করে রাজধানী নার্সিং কলেজ ও ম্যাটস-এর শিক্ষার্থীরা।
রাজধানী নার্সিং কলেজের অধ্যক্ষ মাকসুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিরাবরণ, নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল আইএইচটির অধ্যক্ষ ডা. মো. সাইফুল ইসলাম, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. জাহিরুল ইসলাম, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও ডিডাব্লিউএফ ম্যাটস্্ এর অধ্যক্ষ ডা. এসএম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী নাসিরউদ্দিন আহমেদ, জরিহর মেহেরুন নাসির্ং কলেজ পটুয়াখালীর চেয়ারম্যান মেহেরুন নেছা, রাজধানী ম্যাটস্্ এর অধ্যক্ষ ডা. স্বপন কুমার মিত্র, রাজধানী নার্সিং কলেজের অধ্যাপক হরিদাস অধিকারী, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর সুদীপ কুমার নাথ, রাজধানী নার্সিং কলেজের কোর্স কো-অর্ডিনেটর মানস কুমার নাথসহ শিক্ষকমলী।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে রাজধানী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের শিরাবরণ পরিয়ে দেন অতিথিরা। এরপর শিক্ষার্থীরা মোমবাতি প্রজ¦লন করে শপথ পাঠ করে। শপথ পাঠ করান রাজধানী নার্সিং কলেজের অধ্যক্ষ মাকসুদা বেগম। পরে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। বিকেলে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কৌতুক, নৃত্য, নাটক পরিবেশন করে রাজধানী নার্সিং কলেজ ও ম্যাটস্ এর শিক্ষার্থীরা।