রাজধানীতে প্রাইভেটকার ধাক্কায় নিহত এক নারী

রাজধানীর শাহবাগ সরকারি হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে ছিলে সোয়েটার ও কালো প্যান্ট। বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী কোকিলা বেগম জানান, তিনি হাইকোর্ট এলাকাতে থাকেন। সকালে হেঁটে যাওয়ার সময় দেখেন সরকারি কর্মচারী হাসপাতালের বিপরীত পাশের রাস্তায় একটি সাদা প্রাইভেটকার ওই নারীকে ধাক্কা দেয়। পরে প্রাইভেটকারটি না থেমে শিক্ষা ভবনের দিকে চলে যায়। নিহত নারীকে আগে কখনো ওই এলাকাতে দেখেননি বলে জানান তিনি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, জানতে পেরেছি সরকারি কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় একটি সাদা প্রাইভেটকার ওই নারীকে ধাক্কা দেয়। পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিক ভাবে তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ভোরের আলো/ভিঅ/২৩/১২/২০২০