রাজধানীতে বিএনপির গণমিছিল শনিবার

সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল শনিবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা সমমনারাও এ কর্মসূচি পালন করবে।
শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আলাদাভাবে গণমিছিল শুরু করবে।
রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে মিছিল মিলিত হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হওয়ার কথা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্ট বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে আসবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসের সামনে আসবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে দৈনিক বাংলা মোড় গিয়ে শেষ করবে। ১২ দলীয় জোট বিকেল ৪টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে শুরু করে শান্তিনগর মোড় গিয়ে শেষ করবে। জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৪টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু করবে। এলডিপি শুরু করবে বেলা ৩টায়, কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে থেকে।
গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৪টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে শুরু করবে। গণ অধিকার পরিষদ বিকেল ৪টায় পুরানা পল্টন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় অফিসের সামনে থেকে শুরু করবে। গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করবে। লেবার পার্টি শুরু করবে সকাল সাড়ে ১০টায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করবে। এনডিএম দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টন ফটো সাংবাদিক এসোসিয়েশন মিলনায়তন থেকে শুরু করবে। গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচায় স্কুলের সামনে থেকে শুরু করে পল্টন মোড় পর্যন্ত যাবে।