রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৫ কর্মী গ্রেপ্তার

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে নগরীর সোনাদিঘি মোড় এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সেখানে গোপন বৈঠকে বসেছিলেন তারা। বোয়ালিয়া থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- জামায়াত কর্মী রবিউল ইসলাম (২৯), আবদুল আজিজ (৩৯), খলিলুর রহমান (৩১), রবিউল ইসলাম (৪৪), রবিউল ইসলাম (৪০), কুদ্দুসুর রহমান (৪৫), শফিকুল ইসলাম (৪৫), দেলোয়ার হোসেন (৫৫), বাকী বিল্লাহ বায়োজিদ (৪৫), আতিকুর রহমান (৪৬) আবদুল মালেক (৬৬), খিজির আহম্মেদ (৩৬) এবং শিবিরকর্মী নাফিজ ইমতিয়াজ মনন (১৯) ও দিসান ইফতে নাবিল (২০)।
সোমবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার রাতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ পিপিএিম বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা-পুলিশের ওই টিম জানতে পারে, সোনাদিঘির মোড়ে মাজেদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভেতরে সরকার বিরোধী অপপ্রচার এবং নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে কতিপয় জামায়াত-শিবিরের সদস্য সমবেত হয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ রাত ৯টায় সেখানে অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তারদের কাছ থেকে জামায়াত ও ছাত্রশিবিরের কার্যক্রমের বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, মাসিক রিপোর্ট, চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকাসহ বিবিধ মালামাল উদ্ধার হয়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, সরকারবিরোধী ষড়যন্ত্র করতে জামায়াত-শিবিরের এই কর্মীরা গোপন বৈঠকে বসেছিলেন। পুলিশ দেখে কয়েকজন পালিয়ে গেলেও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বোয়ালিয়া থানায় একটি মামলা করার পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।