রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ স্থগিত

রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ স্থগিত
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি ও সমাবেশে পুলিশের অনুমতি না পাওয়ার কারণ দেখিয়ে রাজশাহীতে পূর্ব ঘোষিত আগামী ২৯ জুলাইয়ের মহাসমাবেশ স্থগিত করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর মালোপাড়া কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এই ঘোষণা দেন। মিজানুর রহমান মিনু বলেন, অনির্বাচিত অবৈধ সরকার জনগণের সুখ-দুঃখ, গণতন্ত্রে বিশ্বাস করে না। উচ্চ পর্যায়ের নির্দেশে সমাবেশের স্থান ও অনুমতি প্রদান না করা এবং উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ২৯ জুলাইয়ের মহাসমাবেশ স্থগিত করা হচ্ছে। মিনু অভিযোগ করে জানান, বিভাগীয় সমাবেশকে সামনে রেখে পুলিশ ৫৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমরা যে কোন মূল্যে সমাবেশ করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানবিক কারণে কর্মসূচি স্থগিত করা হলো। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রের নির্দেশনা নিয়ে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে ঐতিহাসিক মহাসমাবেশ হবে বলে জানান মিনু। মিনু বলেন, পুলিশের অনুমতির জন্য বিএনপি বসে থাকবে না। অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। তা না হলে স্থানীয়ভাবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত প্রমুখ উপস্থিত ছিলেন