রাজা হওয়ার জন্য জন্মগ্রহণ করি নাই : সাদিক আব্দুল্লাহ

’রাজা হওয়ার জন্য জন্মগ্রহণ করিনাই, আমার দাদা ছিলেন বঙ্গবন্ধুর সেনাপতি, বাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেনাপতি,আমিও সেনাপতি হিসেবেই ওই আস্থা এবং বিশ্বাসের জায়গা নিয়েই মারা যেতে চাই বলেছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগর ভবনের সামনে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এসময় মেয়র আরও বলেন,’পার্বত্য অঞ্চলে যে নৈরাজ্য চলছিলো, সেটি সমাধানের জন্য প্রধানমন্ত্রী তার আস্থার জায়গা থেকে আমাদের অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহকে দায়িত্ব দিয়েছিলেন। আর সেই শান্তিচুক্তির মাধ্যমেই পার্বত্য এলাকায় শান্তি ফিরে এসেছিলো।তিনি আরো বলেন, এটা কোন রাজনৈতিক কর্মসূচি না। এটা আমাদের দেশের একটা অর্জন। বাংলাদেশের স্বাধীনতার সাথে, মুক্তিযুদ্ধের সাথে আমার রক্ত ওতপ্রতভাবে জড়িত। আমি জনগনের প্রতিনিধি, জনগনের সেবা করার জন্য এসেছি।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন।সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সরকারী বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া, সরকারী মহিলা কলের অধ্যক্ষ প্রফেসর আসাদুজ্জামান, সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্বাস উদ্দিন খান।
সমাবেশ শেষে সড়ক প্রদক্ষিণ করে নগরীতে একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।