রাজাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝালকাঠির রাজাপুরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির খরিফ-১/২০২০ মৌসুমের কৃষি প্রণোদনা (আউশ) কার্যক্রমের আওতায় ১৪ শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে জন প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ২০কেজি ডি.এ.পি সার, ১০ কেজি এম.ও.পি সার প্রদান করা হয়। রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর জানান প্রথম পর্যায়ে ১৪০০ এবং ২য় পর্যায়ে ৯০০ জন মোট ২৩০০ জন কৃষককে কৃষি প্রণোদনা খরিপ-১ (উফশী) প্রদান করা হবে। কৃষি প্রণোদনা বিতরনের সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর, সহকারী কৃষি অফিসার আঃ সালাম প্রমুখ।