রাত থেকে ভারতে ৩ সপ্তাহের লকডাউন

করোনাভাইরাসের (করোনা-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে মঙ্গলবার মধ্যরাত থেকে গোটা ভারতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ- এই সময় যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন।’
মোদি বলেন, প্রত্যেক ভারতীয়, প্রত্যেক পরিবারকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য। দেশের যা পরিস্থিতি, তাতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।
ভারতের প্রতিটি রাজ্য, জেলায় এই নির্দেশ কার্যকর হবে বলেও ঘোষণা দেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের একটা ভুল পদক্ষেপ আপনার বাড়িতে করোনা ডেকে আনতে পারে। এই ২১ দিন লকডাউন না মানলে আমরা ২১ বছর পিছিয়ে পড়বো।’
তিনি বলেন, সোশ্যাল ডিসটেনস কেবল করোনা আক্রান্তের জন্য নয়। এটা সবার জন্য। এমনকি খোদ প্রধানমন্ত্রীর জন্যও। ঘরেই থাকতে হবে। তবেই করোনাকে আমরা আটকাতে পারব।
আনন্দবাজার জানায়, মঙ্গলবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১৯ জনে দাঁড়িয়েছে। এদিন নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৮ জন। দেশটিতে করোনা আক্রান্তে এখন পর্যন্ত মারা গেছেন ১০ জন।