রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বারদিয়ানস্কে বৃহস্পতিবার বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সম্প্রতি রুশ সেনারা বন্দরটি দখল করে নেয় এবং কয়েকটি যুদ্ধাজাহাজ নোঙর করে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী বারদিয়ানস্কে ‘ওরস্ক’ নামে রাশিয়ার বিশাল একটি যুদ্ধাজাহাজ ধ্বংস করার দাবি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ডকইয়ার্ডে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রুশ যুদ্ধজাহাজ ‘ওরস্ক’ ধ্বংস করা ছাড়াও তারা রাশিয়ার আরও দুটি জাহাজ ধ্বংস করেছেন। এছাড়া ৩ হাজার টনের জ্বালানি ট্যাঙ্কও ধ্বংসের দাবি করেছে তারা।
তবে জাহাজ ধ্বংসে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী সেটা জানায়নি।
সিএনএনের খবরে বলা হয়েছে, ভিডিও বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছেন যে, বিস্ফোরণের পর রাশিয়ার একটি জাহাজ বন্দর ত্যাগ করছে।
রুশ গণমাধ্যমের খবরে সম্প্রতি বলা হয়, ইউক্রেনের এই বন্দরে জাহাজ থেকে সমরাস্ত্র আনলোড করা হয়।
তার আগে ‘ওরস্ক জাহাজ’ ইউক্রেনের বন্দরে প্রবেশ করেছিল বলে জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুসারে, জাহাজটি বিশাল জায়গাবহুল এবং ব্যাপক পরিমাণ সমরাস্ত্র পরিবহন করতে পারে, ২০টি ট্যাঙ্ক এবং ৪০টি সমরযানের সমপরিমাণ।
অবশ্য জাহাজে হামলা ও ধ্বংসের বিষয়ে রুশ সামরিক বাহিনী এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি।