রাশেদ খান মেনন হত্যা চেষ্টার বার্ষিকীতে বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

রাশেদ খান মেনন হত্যা চেষ্টার বার্ষিকীতে বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপিকে হত্যা চেষ্টার ২৯তম বার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এই সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা ওয়ার্কার্স পার্টি নেতা মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি টিপু সুলতান, জাকির হোসেন, অধ্যাপক গোলাম হোসেন, এইচএম হারুন, বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন হোসেন ও ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা সুজন আহমেদসহ অন্যান্যরা। 

বক্তারা বলেন, ১৯৯২ সালে ঢাকার তোপখানা রোডের দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হয়েও প্রানে বেঁচে যান রাশেদ খান মেনন। গত ২৯ বছরেও তার হত্যা চেষ্টাকারীদের বিচার হয়নি। অনতিবিলম্বে হত্যা চেষ্টাকারীদের বিচার সম্পন্ন করে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। সমাবেশ শেষে মেনন হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।