রাস্ট্রীয় পাটকল বন্ধ করার প্রতিবাদে বরিশালে মানবন্ধন কর্মসূচি

রাস্ট্রীয় পাট কল বন্ধের সিদান্তের প্রতিবাদে ও স্বাস্থ্যখাতে দূর্নীতি, অব্যবস্থাপনা লুটপাট বন্ধ করে বিনা মূল্যে করোনা টেস্ট নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ছাত্রমৈত্রী বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বেলা ১১টায় নগরের অশি^নী কুমার হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অবিলম্বে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাতিল করে পাটকলগুলো আধুনিকায়ন করার দাবি করা হয়।
ছাত্রমৈত্রী মহানগর সভাপতি শামিল শাহরুখ তমালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, জাতীয় শ্রমীক ফেডারেশন বরিশাল জেলা সভাপতি মো. জাকির হোসেন, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, জেলা সভাপতি মিন্টু দে, মহানগর সদস্য আল সামু রাব্বি প্রমুখ।
বক্তরা বলেন, রাস্ট্রীয় পাট কল বন্ধ না করে আধুনিকায়ন করে পুনরায় চালু করা হোক। দেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও চরম দুর্নীতি চলছে। সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে করোনা চিকিৎসা নিতে ভয় পাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতায় স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়েছে। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বক্তারা বলেন, করোনাকালীন সময় সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে সব ধরণের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিনা মূল্যে করোনা টেস্টসহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় পাটকল বন্ধের সিদ্ধান্ত এবং স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথের আন্দোলনে নামবে ছাত্রমৈত্রী।