রেকর্ড গড়েছেন কোহলি

রেকর্ড গড়েছেন কোহলি

অধিনায়কোচিত ইনিংস খেলার পাশাপাশি প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি।

রবিবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তার অপরাজিত ৭৩ রানে সাত উইকেটে জয় পায় ভারত।

এদিন ম্যাচ জেতার পাশাপাশি অধিনায়ক হিসেবে দ্রুততম ১২ হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েছেন বিরাট কোহলি। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথকে।
শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রান করার অনন্য রেকর্ডও গড়লেন তিনি।

রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। শুরুতেই জোস বাটলারের উইকেট হারালেও ডেভিড মালান (২৪) এবং জেসন রয় (৪৬) দলের হাল ধরেন। এরপর বেয়ারস্টো (২০), মর্গ্যান (২৮) ও বেন স্টোকসরা (২৪) ভাল শুরু করেও ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ে কারণে বড় রান করতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডের ইনিংস থেমে যায় ১৬৪ রানেই।

পরে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে ফিরে যান কে এল রাহুল। তবে বিরাট-কিষান জুটি দলের উপর কোনো চাপই আসতে দেননি। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৯৪ রান যোগ করলেন। মাত্র ৩২ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে ইশান যখন আউট হন, ম্যাচ তখন অনেকটাই ভারতের মুঠোয়।

এরপর ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন ঋষভ। যদিও তিনিও আউট হয়ে যান। শেষ পর্যন্ত বিরাট-শ্রেয়স জুটি ভারতকে প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে দেন। বিরাট অপরাজিত ছিলেন ৭৩ রানে।