রোমানিয়া ৪ হাজার ৬২৯ জন বাংলাদেশিকে ভিসা দিয়েছে

রোমানিয়া ৪ হাজার ৬২৯ জন বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে। এই হিসাব ২০২০ সাল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত।
সোমবার (৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ভিসাগুলো নয়াদিল্লীতে অবস্থিত রোমানিয়ার দূতাবাস ইস্যু করেছে। আর এখন ঢাকা থেকেই ভিসা ইস্যু করছে দেশটি। ঢাকায় রোমানিয়ার কনস্যুলেট এখন ভিসা ইস্যু করছে।
২০২০ সালে ৫৮০, ২০২১ সালে ২ হাজার ৮৬৯ এবং ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ১ হাজার ১৮০টি ভিসা ইস্যু করেছে রোমানিয়া। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকেও বৈধ কাজের ভিসা নিয়ে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি রোমানিয়া যাচ্ছেন।
২০২১ সালের অক্টোবরে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ফলপ্রসূ বৈঠকের পর বাংলাদেশি কর্মী নেওয়ার কার্যকর উদ্যোগের জন্য দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।