র‌্যাবের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাবের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
র‌্যাপিড অ্যাকশন ব্যঅটালিয়ন র‌্যাব-৮ এর অধীন সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার ৬ মে ভোর রাতে ফরিদপুর-গোপালগঞ্জ সড়কের ভাঙা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। র‌্যাব-৮ বরিশাল কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন যাবৎ একটি মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল যশোর জেলা হতে ক্রয় করে গোপালগঞ্জ-ভাংগা-মাওয়া হয়ে রাজধানী ঢাকায় নিয়ে বিক্রয় করে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে এর সত্যতা পায়। এর প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি দল ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ভাংগা পৌর ভবন কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে ৬ মে সকাল ৮টার সময় গোপালগঞ্জের দিক থেকে আসা একটি বাস তল্লাশি করে বাসের ভিতরে ব্যাগের মধ্যে বিশেষ কৌশলে বহনকৃত অবৈধ ২০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হচ্ছে, মো. রেজাউল করিম সরদার (৩০), পিতা. মো. আ. মজিদ সরদার, এবং মোসাম্মৎ ময়না আক্তার (২৬), স্বামী. মা. রেজাউল করিম। তারা দুজন বরিশাল বিমানবন্দর থানার শিবপাশা এলাকার বাসিন্দা। আসামীদের কাছ থেকে, মাদক ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবহৃত দুইটি মুঠোফোন, তিনটি সিমকার্ডসহ ও নগদ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, আটককৃত আসামীরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল যশোর জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে ঢাকার বিভিন্ন থানাসহ পাশ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রিয় করতেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ অন্য আসামীদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।