র‌্যাবের পক্ষথেকে আত্মসমর্পনকারী জলদস্যুদের ঈদ উপহার বিতরণ

র‌্যাবের পক্ষথেকে আত্মসমর্পনকারী জলদস্যুদের ঈদ উপহার বিতরণ

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে র‌্যাব-৮ ডিজির পক্ষথেকে বরিশালে ২৭টি বাহিনীর ২৮৪জন জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ।

শনিবার (১৬ মে) বাগেরহাট সদর ৭৯, মংলায় ১০০, খুলনা ৪০ সাতক্ষীরা সদর ও মুন্সিগঞ্জে ৬৫ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮।

ওই উপহার  প্রদান করেন র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, র‌্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ ইফতেখারুজ্জমান ও এএসপি সঞ্জয় কুমার সরকার, র‌্যাব-৮ এর ‘ল’ অফিসার এএসপি মোঃ আদনান মুস্তাফিজ, র‌্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাহিদুল হাসান।

র‌্যাব-৮ এর এমন কর্মকা- ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।