র‍্যাবের ওপর হামলার ঘটনায় ১৫ জন আটক

র‍্যাবের ওপর হামলার ঘটনায় ১৫ জন আটক

চট্টগ্রামের বাকলিয়া থানার বলিরহাট এলাকায় অবৈধ কাঠ জব্দের অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে।

সোমবার সকালে র‍্যাবের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, গতকাল রোববার দুপুরে ঘটনার পর থেকে এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান এখনো চলমান আছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানি না, সম্ভবত র‍্যাবই বিষয়টি খতিয়ে দেখছে।

এরআগে রোববার দুপুর ২টার দিকে বন বিভাগের লোকজনকে সাথে নিয়ে বলিরহাটে অবৈধ কাঠের দোকানে অভিযানে যায় র‌্যাবের একটি টিম। এসময় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে লোকজন জড়ো করে র‌্যাব সদস্যদের ওপর হামলা করা হয়।

এতে র‌্যাবের চার সদস্য আহত হয়। একজনের মাথায় তিনটি সেলাই পর্যন্ত করতে হয়। এ ঘটনার পর র‌্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে সাড়াশি অভিযান শুরু হয়। যা এখনো চলমান রয়েছে।