লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

মেহেন্দিগঞ্জের পাতারহাটে লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারন যাত্রীরা। এ অঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম লঞ্চ হওয়ায় দৈনন্দীন চলাচলে অতিরিক্ত খরচ বাড়ায় এ মানববন্ধন করে তারা।
বৃহস্পতিবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের উত্তর বাজার এলাকায় মুক্তিযুদ্ধের গল্প লেখক সাইফুল্লানবীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি মেম্বার হুমায়ুন হাওলাদার, মো. তারকে, বেল্লাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, তেলের দাম বাড়ায় লঞ্চে ভাড়া বিদ্ধি করেছে যার কারনে আমাদের প্রতিদিন বরিশাল সহ বিভিন্ন স্থানে যাতায়াতে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। যার কারনে আয় না বাড়ায় খরচ বেশী হওয়ায় এই খরচ বহনকরতে সাধারন মানুষের কষ্ট হচ্ছে। অবিলম্বে আমরা এই অতিরিক্ত লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।