লালমোহন পৌর মেয়রের দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

লালমোহন পৌর মেয়রের দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

ভোলার লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন এর বিরুদ্ধে সীমাহীন দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, লুটপাট, টেন্ডারবাজী, উৎশৃঙ্খলতা, ক্ষমতালোভী ও বিপুল পরিমান অর্থ আত্নসাৎসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে পৌরসভার বিভিন্ন স্তরের নারী-পুরুষেরা।  

রোববার ১০ জানুয়ারী বিকেল ৪টায় লালমোহন চৌরাস্তার মোড়  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন পৌরসভা আওয়ামীলগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের সহ অনান্যরা। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন দূর্নীতিবাজ লালমোহন পৌরসভার মেয়রকে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ তদন্ত করে প্রকৃত বিচার করতে হবে।

উল্লেখ্য লালমোহন পৌরসভার মেয়রের দুর্নীতির বিরুদ্ধে গত ৪ জানুয়ারি ভোলা বিজ্ঞ স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেছেন মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম বাদল।